#৯ম #শরণর #বজঞন #অযসইনমনট #সমধন১ম #সপতহ #Sides
৯ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান(১ম সপ্তাহ)
#৯ম #শরণর #বজঞন #অযসইনমনট #সমধন১ম #সপতহ
করোনাভাইরাস প্রাদুর্ভাব এর কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান। যদিও 31 শে মার্চ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা রয়েছে কিন্তু করোনাভাইরাস বৃদ্ধির কারণে তা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। যার কারণে গত 16 ই মার্চ 2021 তারিখে ছাত্র-ছাত্রীদের জন্য অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। প্রকাশিত অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। প্রকাশিত অ্যাসাইনমেন্ট হতে আমরা দেখতে পাই যে নবম শ্রেণীর মোট তিনটি বিষয় অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে সাধারণ বিজ্ঞান অন্যতম। আপনি যদি নবম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী হয়ে থাকে এবং বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট এর সমাধান খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গাতে এসেছেন কারণ আমরা এখানে সেই সমাধান দিতে সক্ষম হয়েছে
[mehrab]
৯ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
প্রশ্ন ১ঃ
বৃহস্পতিবার তোমার আম্মু চাল-ডাল উদ্ভিজ্জ তেল সবজি এবং মাংস মিশিয়ে খিচুড়ি রান্না করলেন বিকেলে প্রমা পেয়ারা খেতে খেতে তার আম্মুকে বলল যে কাল তারা বাইরে বেড়াতে যাবে এবং বাইরে খাবে। কথামতো শুক্রবারে তারা বাইরে গিয়ে দুপুরে ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন সফট ড্রিঙ্ক এবং বিকেলে বার্গার খেলো।
[mehrab]
- প্রমার গৃহীত খাবারগুলোর মধ্যে কোন খাবারটি ভিটামিন ই সমৃদ্ধ।
- উল্লেখিত খাবারগুলোর মধ্যে কোন খাবার উদ্ভিজ্জ উৎস ও কোন কোন খাবার প্রাণিজ উৎস থেকে পাওয়া যায় তা ছকের মাধ্যমে দেখাও।
- বৃহস্পতিবার প্রমাণ গৃহীত খাবারের একটি সুষম খাদ্য পিরামিড একে উপস্থাপন করো।
- প্রমার স্বাস্থ্য রক্ষায় কোন দ্বীপের খাবারটি অধিক তার সহায়ক যুক্তি সহকারে বিশ্লেষণ করো।
প্রশ্ন ২ঃ
শিক্ষার্থী হিসেবে তোমার ২৪ ঘণ্টার একটি রুটিন তৈরি করো এবং সেখানে নিম্নলিখিত বিষয়গুলো উপস্থাপন করা।
[mehrab]

[mehrab]




- ক)তিন বেলার খাবার টিফিন ও বিকালের নাস্তা।
- খ)বিশ্রাম ঘুম ও শরীরচর্চা।
- গ)সারাদিনের কার্যাবলী পড়ালেখা ঘরের কাজ বাইরের কাজ।
- ঘ)খেলাধুলা বাড়িতে।
- প্রার্থনা।
- চ)অবসর